সোসাইটি ফর স্টুডেন্ট ডেভলাপমেন্ট মেধাবৃত্তি সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০২৪, ৯:০৪:৩৮ অপরাহ্ন
সোসাইটি ফর স্টুডেন্ট ডেভলাপমেন্ট সিলেট মহানগরের উদ্যোগে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সিলেটের ইংরেজী ভার্সন স্কুলের মেধাবৃত্তি ‘সোসাইটি ফর স্টুডেন্ট ডেভলাপমেন্ট’২৪’ সম্পন্ন হয়েছে। শনিবার (৯ নভেম্বর) সিলেট নগরীর খাজাষ্ণিবাড়ী ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজে উক্ত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উক্ত পরীক্ষায় নগরীর বিভিন্ন ইংলিশ মিডিয়াম ও ভার্সনের ২৮টি প্রতিষ্ঠানের ৪র্থ থেকে ১০ম শ্রেণীর প্রায় ১২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।
সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রে আসতে থাকে শিক্ষার্থীরা। আগত শিক্ষকমণ্ডলী ও অভিভাবকবৃন্দ এ বছরের বৃত্তি পরীক্ষার বিষয়ে সন্তোষ প্রকাশ ও প্রশংসা করেন। অভিভাবকরা জানান, ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য এধরণের আরও আয়োজন বাস্তবায়ন হলে শিক্ষার্থীরা পড়ালেখায় মনোযোগী হবে।
পরীক্ষা শুরু হওয়ার পর কেন্দ্র পরিদর্শন করেন সংগঠনের উপদেষ্টা শাবিপ্রবির পরসংখ্যান বিভাগের অধ্যাপক ড. তাজ উদ্দিন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুলতান আহমদ, মাউন্ড এডোরা হসপিটালের এমডি অধ্যাপক ডাঃ কে এম আখতারুজ্জামান, ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল ও কলেজের অধ্যক্ষ লেফটেনেন্ট কর্নেল আরিফুর রহমান, খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজের অধ্যক্ষ রাজ কুমার সিংহ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন এসএসডি’র সেন্ট্রাল সহকারি পরিচালক পরিচালক হাসান মোরশেদ ফাহিম ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাবর তালুকদার, সিলেট ব্রাঞ্চের মারজান আহমদ সিজান, আবু সাঈদ, সাবেক পরিচালক জহুরুল ইসলাম রাজু ও জাবেদ হোসেন, এসএসডি সিলেট শাখার পরিচালক রেজাউল করিম সোহেল, শাখার শাহাদাত হোসেন, বিভিন্ন অঞ্চল পরিচালক ফাহাদ জামান, সায়েম আহমদ, মুয়াজ কামাল সাদি, আকিল আহমদ, মেহরাব ও ইমন মিয়া প্রমূখ।
উল্লেখ্য উক্ত মেধা বৃত্তির ফলাফল আগামী ১৬ ডিসেম্বর প্রকাশিত হবে। বিজ্ঞপ্তি