‘শোষণ-বৈষম্যবিরোধী গণতন্ত্র জাগরণ যাত্রা’ উপলক্ষে সিপিবির পথসভা
প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০২৪, ৯:১২:১৩ অপরাহ্ন
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রঘোষিত শোষণ-বৈষম্যবিরোধী গণতন্ত্র জাগরণ যাত্রা উপলক্ষে সিলেটে পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ নভেম্বর) দিনব্যাপী সিলেট নগরী ও শহরতলীর বিভিন্ন এলাকায় এই পথসভাগুলোর আয়োজন করা হয়।
সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, গ্রাম-শহরে রেশন ব্যবস্থা চালু, জনজীবনে নিরাপত্তা নিশ্চিতকরণ, নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, পাচারের টাকা ফেরত আনা, দুর্নীতি-লুটপাট-দখলদারিত্ব বন্ধসহ শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের গণদাবি আদায়ে ‘শোষণ-বৈষম্যবিরোধী গণতন্ত্র জাগরণ যাত্রা’ কর্মসূচী ঘোষণা করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
সিলেট জেলা কমিটির উদ্যোগে ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সকাল ১০ টায় প্রথম পথসভা অনুষ্ঠিত হয়। এ সমাবেশে উদ্বোধনী বক্তব্য রাখেন সিপিবি সিলেট জেলা কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড বেদানন্দ ভট্টাচার্য। পরে একে একে কদমতলী মুক্তিযোদ্ধা চত্বর, শহরতলীর মেজরটিলা বাজার, খাদিমনগরের শাহপরাণ গেইট এবং সবশেষে আম্বরখানা পয়েন্টে পথসভা অনুষ্ঠিত হয়।
এসব পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিপিবির প্রেসিডিয়াম মেম্বার সংগ্রামী কমরেড আব্দুল্লাহ আল কাফি রতন। পথসভাসমূহে সভাপতিত্ব করেন সিপিবি সিলেট জেলা কমিটির সভাপতি কমরেড সৈয়দ ফরহাদ হোসেন।
জেলা কমিটির সদস্য দেবব্রত পালের সঞ্চালনায় পথসভাসমূহে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিপিবি সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড খায়রুল হাছান, জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক কমরেড এডভোকেট আনোয়ার হোসেন সুমন, চা-শ্রমিকের ১০দফা বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহবায়ক সবুজ তাঁতি, জেলা কমিটির সদস্য তুহিন কান্তি ধর, নিরঞ্জন দাস, চয়ন দেব। আরও বক্তব্য রাখেন কমরেড ফজলুর রহমান, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সিলেট জেলা সংসদের সহ-সভাপতি রতন দেব, সিপিবি নেতা রশীদ আহমদ রাশেদ, সন্দীপ দেব, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সাধারণ সম্পাদক মাশরুখ জলিল প্রমুখ। দিনব্যাপী অনুষ্ঠিত এসব পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজু চক্রবর্তী, আরিফুর রমান, রজত চৌধুরী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি মনীষা ওয়াহিদ, প্রবীর গোস্বামী, শিপন শর্মা, চা-শ্রমিক নেতা কিরন বাউরী, দিপ্ত নায়েক, কাজল তাঁতি, ছাত্র ইউনিয়ন নেতা আশরাফুল হক নাদিমসহ পার্টি ও গণসংগঠনসমূহের নেতা-কর্মীবৃন্দ। বিজ্ঞপ্তি