দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০২৪, ৯:১৩:১০ অপরাহ্ন
দক্ষিণ সুরমা প্রতিনিধি: দক্ষিণ সুরমার জালালপুর টাকিরমহল মসজিদের সামনে এক বয়োবৃদ্ধ ব্যক্তিকে বাঁচাতে গিয়ে বাসের ধাক্কায় গুরুতর আহত হন মাওলানা লোকমান আহমদ (৪০)। শুক্রবার বিকাল সাড়ে ৩টায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মাওলানা লোকমান আহমদকে উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন রাত সাড়ে ১২টায় তিনি মারা যান। তিনি আজমতপুর গ্রামের মাছিম আলীর ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। শনিবার বাদ এশা মরহুমের নামাজে জানাযা আজমতপুর জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
এ ব্যাপারে মোগলাবাজার থানার ওসি ফয়সাল আহমেদ সড়ক দুর্ঘটনায় মাওলানা লোকমান আহমদের মৃত্যু নিশ্চিত করেছেন। প্রশাসনের অনুমতি নিয়ে মরহুমের লাশে দাফন করা হয়েছে।