কুলাউড়ায় ‘জাগো ও জানান হেলথ এডুকেশন প্রোগ্রাম’
প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০২৪, ৯:১৬:০০ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলাধীন ভাটেরা উচ্চবিদ্যালয়ে ‘জাগো এবং জানান হেলথ এডুকেশন প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ ইব্রাহিম তালুকদারের সভাপতিত্বে ও জানান হেলথের ডিভিশনাল কো-অর্ডিনেটর জহিরুল ইসলাম খানের পরিচালনায় অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি (অব.) মুহাম্মদ ইম্মান আলী।
ভার্চুয়ালি প্রধান বক্তা ছিলেন যুক্তরাজ্যের গবেষক কাম বিজ্ঞানী ডা. আমিন ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের কার্ডিওলজিস্ট অধ্যাপক ডা. শোয়াইব আহমদ, সহকারী অধ্যাপক ডা. নাজমুল ইসলাম, ডা. কাজী মাইনুল মাহফুজ, ভাটেরা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও সাংবাদিক এ.কে.এম তাহিরুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জানান হেলথের প্রধান কো-অর্ডিনেটর আব্দুস সামাদ।
উপস্থিত ছিলেন- জেলা কো-অর্ডিনেটর সাহেদ মিয়া, শাহীন আলম, অপূর্ব রায়সহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে বিশেষজ্ঞ ডাক্তাররা স্বাস্থ্য সচেতনতা বিষয়ক বক্তব্য প্রদান করেন এবং বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদ বিতরণ করেন। উল্লেখ্য, ২০২০ সাল থেকে জানান হেলথ দেশের ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ জন করে শিক্ষার্থীকে প্রতিবছর মোট ৬ লক্ষ টাকা বৃত্তি প্রদান করে আসছে এবং বছরে দুইবার স্বাস্থ্য সচেতনতামূলক প্রোগ্রাম আয়োজন করে থাকে।