কদমতলী থেকে ৪ ছিনতাইকারী আটক
প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০২৪, ৯:২৫:২৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর দক্ষিণ সুরমা থেকে ৪ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দক্ষিণ সুরমা কদমতলীস্থ রেল স্টেশন গেইট এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে দুটি ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- শাহীরুল ইসলাম জীবন (১৯), তানভীর হোসেন (১৮), রিমন আহমদ (১৮) ও শাকিল আহমদ (১৯)।শুক্রবার রাতে এই তথ্য নিশ্চিত করেন এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ হয়ে পথচারীদেরকে আটক করে চাকু দিয়ে ভয়ভীতি প্রদর্শন ও জোর করে মোবাইল, টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল ছিনতাইয়ের করতো। এমন অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে বিভিন্নরকম দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করে পুলিশ স্কটের মাধ্যমে তাদের আদালতে প্রেরন করা হয়েছে।