আওয়ামীলীগকে সরকারের কড়া বার্তা
প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০২৪, ১০:০৬:২৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : আজ রোববার বিকাল ৩টায় রাজধানীর শহিদ নূর হোসেন চত্বরে বাংলাদেশ আওয়ামীলীগ বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে। তবে আওয়ামী লীগকে ফ্যাসিবাদী দল উল্লেখ করে তাদের কোনো কর্মসূচি বা সমাবেশ করার অনুমতি দেয়া হবে না বলে কড়া বার্তা দিয়েছে সরকার।
অন্তবর্তীকালীন সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, গণহত্যাকারী বা নিষিদ্ধ সংগঠনের কেউ কর্মসূচি করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন। শনিবার ফেসবুকে এ স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেন, গণহত্যাকারী বা নিষিদ্ধ সংগঠনের কেউ কর্মসূচি করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যার ক্যাপশনে লেখা হয়, ‘গণহত্যাকারীদের পুনরুত্থান চেষ্টা ব্যহত করতে সর্বশক্তি প্রয়োগ করা হবে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এ সংক্রান্ত একটি পোস্ট করেন তিনি। পোস্টে তিনি লেখেন, আওয়ামী লীগ তার বর্তমান রূপে একটি ফ্যাসিবাদী দল। এই ফ্যাসিবাদী দলের বাংলাদেশে বিক্ষোভ করার কোনো সুযোগ নেই। গণহত্যাকারী ও স্বৈরশাসক শেখ হাসিনার নির্দেশ নিয়ে কেউ সমাবেশ, মিছিল করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পূর্ণশক্তি দিয়ে মোকাবিলা করবে। অন্তর্র্বতী সরকার কোনো সহিংসতা বা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গের কোনো প্রচেষ্টাকে বরদাশত করবে না।
অন্যদিকে, আজ বিকাল ৩টায় শহিদ নূর হোসেন চত্বরে অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগ বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে।
নিজেদের ভেরিফায়েড ফেসবুক পোস্টে আওয়ামী লীগ জানায়, ‘আমাদের প্রতিবাদ দেশের মানুষের অধিকার হরণের বিরুদ্ধে; আমাদের প্রতিবাদ মৌলবাদী শক্তির উত্থানের বিরুদ্ধে; আমাদের প্রতিবাদ সাধারণ মানুষের জীবন যাত্রাকে ব্যাহত করার চক্রান্তের বিরুদ্ধে’।
উক্ত মিছিলে বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের নেতাকর্মীসহ মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী সাধারণ মানুষকে অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে দলটি।