বড়লেখায় আ.লীগ নেতাসহ গ্রেফতার ৩
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২৪, ৫:০৯:০১ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখা পৌরসভার সাবেক কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলী আহমদ চৌধুরী জাহিদসহ ৩ যুবলীগ ও ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে আদালতের মাধ্যমে পুলিশ তাদের কারাগারে পাঠিয়েছে।আওয়ামী লীগ নেতা ও বড়লেখা পৌরসভার সাবেক প্যানেল মেয়র আলী আহমদ চৌধুরী জাহিদ ছাড়াও অপর গ্রেফতারকৃতরা হলেন- উপজেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক জাকির হোসেন ও বড়লেখা সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউসার আহমদ ইমন।
বড়লেখা থানার ওসি মো. আব্দুল কাইয়ুম জানান, গ্রেফতারকৃতরা জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতার উপর হামলা, হত্যার হুমকি সংক্রান্ত ৮ সেপ্টেম্বর থানায় দায়ের করা একটি মামলার সন্ধিগ্ধ আসামি। শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।