জগন্নাথপুরে হত্যা মামলার ৩ আসামী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২৪, ৫:১২:১০ অপরাহ্ন
জগন্নাথপুর থেকে সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের সিরাজ মিয়ার ছেলে সোহান হত্যা মামলার তিনজন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার ময়মনসিংহ জেলায় অভিযান চালিয়ে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লতিবপুর গ্রামের মৃত ইমান উদ্দিনের ছেলে দিদার হোসেন (২৬), একই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে জাহিদ হাসান (২১) ও একই গ্রামের শাহাব উদ্দিনের ছেলে বাবুল মিয়া (১৯) কে গ্রেফতার করে পুলিশ। গত ২ নভেম্বর একই মামলার অপর আসামী ইনাতগঞ্জ ইউনিয়নের লতিবপুর গ্রামের লিলফর উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (১৬) কে গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর সন্ধ্যায় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারে প্রতিপক্ষের হামলায় প্রাণ হারান সোহান আহমদ। এ ঘটনায় আহত হন আরও দুজন। নিহত সোহান ইনাতগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের সিরাজ মিয়ার ছেলে। এই ঘটনায় নিহত সোহানের পিতা সিরাজ মিয়া বাদী হয়ে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ বলেন, গ্রেফতারকৃত হত্যা মামলার আসামীদের যথাযথ পুলিশ পাহারায় সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।