গোলাপগঞ্জে গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২৪, ৫:৩৪:৪৮ অপরাহ্ন
সিলেটের গোলাপগঞ্জে আবাসিক এলাকায় গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রোববার গোলাপগঞ্জে সাধারণ শিক্ষার্থী ও নাগরিক সমাজের এই মানববন্ধন শুরু হয় সকাল সকাল ১১ টায় এ সময় বক্তারা অবিলম্বে গোলাপগঞ্জের ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবি জানান।
শিক্ষার্থী সায়েক আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও শিক্ষার্থী আল আমিন ও আরিফ চৌধুরীর যৌথ পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ঢাকা উত্তর জামায়াতের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মশিকুর রহমান মহি, বাংলাদেশ খেলাফত মজলিসের সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ ইকবাল হুছাইন, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম আব্দুল জলিল, সাংবাদিক দেলওয়ার হোসেন মান্না, যুবদল নেতা শেখ বদরুল হক। এছাড়াও গোলাপগঞ্জ ছাত্রসমাজের পক্ষে বক্তব্য রাখেন শেখ ওসমান ফারুক, মাহফুজ খান, রাফি আহমদ, শামীম আহমদ, সালমান আজাদ, আবু তালেব, নুরুল ইসলাম ও মুস্তাফিজ তুহিন প্রমুখ। বিজ্ঞপ্তি