গাছবাড়ী সমাজকল্যাণ সমিতির বৃত্তি পরীক্ষা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২৪, ৬:৩৫:২৮ অপরাহ্ন
কানাইঘাট উপজেলার গাছবাড়ী সমাজকল্যাণ যুব সমিতির উদ্যোগে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা শনিবার অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় গাছবাড়ী আইডিয়াল ডিগ্রি কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত মেধা বৃত্তি পরীক্ষায় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের আড়াই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এ সময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন গাছবাড়ী মডার্ণ একাডেমীর প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, গাছবাড়ী সমাজকল্যাণ যুব সমিতির সাবেক সভাপতি মাস্টার মাহমুদ হোসাইন, মাস্টার জালাল উদ্দীন, মাস্টার আব্দুল মতিন, মাওলানা আব্দুল মালিক, ওলিউর রহমান, আখতার হোসাইন, বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন, গাছবাড়ী সমাজকল্যাণ যুব সমিতির সভাপতি ডা: এনাম উদ্দিন, সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন, শিক্ষা সাহিত্য সম্পাদক আব্দুর রহিম প্রমুখ। বিজ্ঞপ্তি