ছাত্র আন্দোলনে হামলাকারীদের ফুটেজ দেখে আটক করা হবে : পুলিশ সুপার
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২৪, ৭:০৫:৩৭ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন বলেছেন, ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর যারা হামলা করেছে, তাদের ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে গ্রেফতার করা হবে। তিনি বলেন, বিভিন্নভাবে অন্য ব্যক্তি দিয়ে তদবির করে দোষীদের বাঁচানোর চেষ্টা করছেন অনেকে। তিনি হুঁশিয়ার করে বলেন, এমন চেষ্টা আর কেউ করবেন না। ফ্যাসিস্টদের অত্যাচার কি মানুষ ভুলে গেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা অনেক সাহসিকতার পরিচয় দিয়েছে। আমরা তাদের সাধুবাদ জনাই। রোববার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উপরোক্ত কথা বলেন তিনি।
জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন’র সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদের সঞ্চালনায় পুলিশ সুপার আরো বলেন, ফ্যাসিস্টরা বিদায় নিয়েছে ঠিকই, কিন্তু তারা সরে যায়নি। এখানে তাদের ব্যবসা-বাণিজ্য আছে। প্রতিদিন গ্রেফতার করা হচ্ছে। তিনি বলেন, ফেসবুকে নানা গুজব ছড়ানো হচ্ছে। আমাদের আরও সচেতন হতে হবে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মামুনুর রহমান, মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশরী মোঃ কায়সার হামিদ, মেজর মোস্তফা আনোয়ারুল আজীজ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ ফখরুল ইসলাম, সাংবাদিক বকশি ইকবাল আহমদ, এসমএম উমেদ আলী, মোঃ আব্দুল ওয়াদুদ ও মোঃ শাহজাহান মিয়া প্রমুখ।