গণহত্যার বিচার দাবিতে সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রদের গণজমায়েত
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২৪, ৭:১১:০৯ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: আওয়ামীলীগের গণহত্যার বিচারের দাবিতে সুনামগঞ্জে গণজমায়েত করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রোববার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে ও বক পয়েন্টে পৃথক পৃথকভাবে এই গণজমায়েত করে সাধারণ শিক্ষার্থীরা।
গণজমায়েতে বক্তব্য রাখেন- বৈষম্যবিরোধী আন্দোলনে আহত জহুর আলী, শিক্ষার্থী জিহান জুবায়ের, শফিকুল ইসলাম, নাহাত হাসান পৌলমী, আলী, শবনম জ্যুতি, হাবিবা ও মুনা ইমরান প্রমুখ। এদিকে বিকেল ৩ টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অপর একটি অংশ গণহত্যাকারী আওয়ামীলীগের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করে। এসময় বক্তারা দাবি করেন আন্দোলনে জড়িত অনেক সন্ত্রাসী প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, হুমকি দিচ্ছে। এদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। বিচারের মুখামুখি করতে হবে।