জমিয়তের গণসমাবেশ সফলে বাস্তবায়ন কমিটির বৈঠক
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২৪, ৭:১৩:৪৪ অপরাহ্ন
জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা উত্তর, দক্ষিণ ও মহানগর এর উদ্যোগে আগামী ২৩ নভেম্বর শনিবার সিলেট রেজিস্ট্রারী মাঠে গণসমাবেশ সফলের লক্ষে বাস্তবায়ন কমিটির এক জরুরী বৈঠক শনিবার বাদ মাগরিব বাস্তবায়ন কমিটির সদস্য ও জেলা দক্ষিণ এর সভাপতি মুফতি মুজিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ।
এসময় উপস্থিত ছিলেন সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য ও জেলা উত্তর এর সভাপতি মাওলানা আতাউর রহমান কোম্পানিগঞ্জী, মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান, উত্তর এর সহসভাপতি মাওলানা নূর আহমদ কাসেমী, মহানগর সহসভাপতি মাওলানা মাহমুদ হাসান, জেলা দক্ষিণের সহসভাপতি মাওলানা শিব্বির আহমদ বিশ্বনাথী, মাওলানা নজরুল ইসলাম, উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুফতি এবাদুর রহমান, দক্ষিণের সাধারণ মাওলানা মুস্তাক আহমদ চৌধুরী, উত্তরের সাংগঠনিক সম্পাদক মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, সাহিত্য সম্পাদক মাওলানা মুহিবউল্লাহ, মহানগর প্রচার সম্পাদক মাওলানা শামীম আহমদ প্রমূখ।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী ১৪ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ২ টা হতে জমিয়ত অফিস মিলনায়তনে জেলা উত্তর, দক্ষিণ ও মহানগর শাখার জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত এর দায়িত্বশীলদের নিয়ে এক বর্ধিত সবার সিদ্ধান্ত গৃহীত হয়। বিজ্ঞপ্তি