মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২৪, ৭:২০:৪৭ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ সদর দফতর থেকে সহায়তা হিসেবে মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ১৩ পরিবারের হাতে চেক তুলে দেওয়া হয়। বিআরটিএ মৌলভীবাজার’র সহকারি পরিচালক মু. হাবিবুর রহমানের নিকট এসব চেক পাঠায় সদর দফতর। রোববার জেলা প্রশাসন সম্মেলনকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব চেক হস্থান্তর করা হয়।
চেক বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, বিআরটিএ মৌলভীবাজারের সহকারি পরিচালক মু. হাবিবুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারী মোঃ ইয়ামীর আলী, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ ফখরুল ইসলাম প্রমূখ। এসময় জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত সুকুর আলীর পরিবারকে ৫ লাখ, মোঃ লিয়াকত আলীর পরিবারকে ৫ লাখ, নিহত মোঃ তাজুল ইসলামের পরিবারকে ৫ লাখ, মোঃ শাহিন আহমদের পরিবারকে ৫ লাখ, রুয়েল বক্তের পরিবারকে ৫ লাখ, রিদওয়ানুল ইসলামের পরিবারকে ৫ লাখ ও সড়ক দুর্ঘটনায় আহত মোঃ সুমনকে ৩ লাখ, মোঃ সায়েম হোসেনকে ৩ লাখ, শামীমকে ৩ লাখ, ননী গোপাল দেকে ৩ লাখ, মোঃ ছায়ফুর রহমানকে ১ লাখ, নিরেন্ড মল্লিককে ১ লাখ ও কামরা মিয়াকে ১ লাখসহ মোট ৪৩ লাখ টাকার চেক বিতরণ করা হয।