আন্তর্জাতিক প্রতিযোগিতায় শাবিপ্রবির গৌরবময় অর্জন
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২৪, ৭:২৪:২২ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের ২০১৯-২০ সেশনের (২৭তম ব্যাচ) শিক্ষার্থী আজহার উদ্দিন শিহাব এবং সুমাইয়া তাবাসসুম মৌরিন ২০২৪ সালের এআইসিএইচই ভার্চ্যুয়াল লোকাল সেকশনের স্টুডেন্ট কো-অপ/ইন্টার্নশিপ প্রেজেন্টেশন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন।
এটি কেমিকৌশলীদের আন্তর্জাতিক ইন্টার্নশিপ প্রেজেন্টেশনে শাবিপ্রবির জন্য একটি বড় সাফল্য। শিহাব এবং মৌরিন এই প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে নির্বাচিত একমাত্র দল হিসেবে অংশগ্রহণ করে তাদের অসাধারণ উপস্থাপনা ও মেধার স্বীকৃতি হিসেবে তৃতীয় স্থান অধিকার করেন।
২০২১ সালের জুলাই মাসে শাবিপ্রবি এআইসিএইচই’র সদস্যপদ লাভ করে এবং তখন থেকেই এই স্টুডেন্ট চ্যাপ্টারটি শিক্ষার্থীদের আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রমাণ করার জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।
শিহাব, যিনি শাবিপ্রবির এআইসিএইচই স্টুডেন্ট চ্যাপ্টারের ৩য় কার্যনির্বাহী কমিটির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং মৌরিন প্রতিষ্ঠাকালীন সদস্য। তাদের কঠোর পরিশ্রম এবং প্রতিভার মাধ্যমে এই অর্জন সম্ভব করেছেন। তাদের সাফল্যের গল্প কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত অন্যান্য শিক্ষার্থীদের জন্য একটি বড় অনুপ্রেরণা।
এই প্রতিযোগিতায় চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগীদের মধ্যে শিহাব ও মৌরিনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের টেক্সাস এ অ্যান্ড এম ইউনিভার্সিটি জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ল্যাব এবং ভারতের আইআইটি খড়গপুরের শিক্ষার্থীরাও ছিলেন। বিজ্ঞপ্তি