দ্বীনের বিজয়ের জন্য দাওয়াতি কাজকে প্রাধান্য দিতে হবে : মাওলানা হাবিব
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২৪, ৭:২৫:৫৮ অপরাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান বলেছেন, একজন ঈমানদার হিসেবে দুনিয়ার সুযোগ সুবিধা আমাদের জন্য অগ্রগণ্য না। আমাদের মূল টার্গেট হবে আখেরাতে চূড়ান্ত সফলতা। আল্লাহর দেওয়া বিধানের সাথে আমাদের সম্পর্ক যতো মজবুত হবে এদেশে ইকামতে দ্বীন বিজয়ের কাজ ততো সহজ হয়ে উঠবে। ইসলামী আন্দোলনকে বিজয়ী করতে আমাদেরকে নিজ নিজ কর্মক্ষেত্রেও যোগ্যতার স্বাক্ষর রাখতে হবে। দ্বীনের বিজয়ের জন্য আমাদের দাওয়াতি কাজকে প্রাধান্য দিতে হবে। বাংলাদেশের জনগণের কাছে ইসলামী আন্দোলনের সঠিক আহ্বান পৌঁছিয়ে দিতে হবে।
তিনি রোববার সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার ২০২৫-২০২৬ সেশনের নবনির্বাচিত সিলেট জেলা নায়েবে আমীর এবং বিভিন্ন উপজেলা/পৌরসভা আমীরগণের শপথ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জেলা সেক্রেটারি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা নায়েব আমীর অধ্যাপক আব্দুল হান্নান ও হাফিজ মাওলানা আনোয়ার হোসাইন খান। উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, সৈয়দ ফয়জুল্লাহ বাহার, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম ও মাওলানা মাশুক আহমদ। বিজ্ঞপ্তি