গোলাপগঞ্জে শিক্ষার্থীদের সাথে সেলিম উদ্দিনের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২৪, ৮:৪৫:২৮ অপরাহ্ন
সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করেছেন ঢাকা উত্তর জামায়াতের আমীর ও গোলাপগঞ্জ বিয়ানীবাজার উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন। রোববার দুপুরে স্থানীয় একটি হোটেলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাংবাদিক ও সমাজকর্মী দেলওয়ার হোসেন মান্নার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন গোলাপগঞ্জ ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান প্রভাষক রেহান উদ্দিন রায়হান।মতবিনিময় সভায় মোহাম্মদ সেলিম উদ্দিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের সকল ভালো কাজে আমাকে পাশে পাবে। তোমাদেরকে সাথে নিয়েই আমি আগামীতে এই অবহেলিত গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়ন ও অগ্রযাত্রায় অংশগ্রহণ করতে চাই।
এসময় উপস্থিত শিক্ষার্থীদের পক্ষে সায়েক আহমদ চৌধুরী, শেখ ওসমান ফারুক, আল-আমিন, মাহফুজ খান, রিফাত আহমদ, সালমান আজাদ, জিসান আহমদ, ফাহিম আহমদ সেলিম উদ্দিনের কাছে বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুল ইসলাম, দৈনিক নয়াদিগন্ত সিলেট ব্যুরো প্রধান আবদুল কাদের তাপাদার ও রাসেল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি