জুড়ীতে মাদ্রাসা শিক্ষার্থীদের পোশাক বিতরণ
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২৪, ৮:৪৯:১৮ অপরাহ্ন
জুড়ী থেকে সংবাদদাতা: মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার পশ্চিম গোয়ালবাড়ী আল মদিনা ইসলামিক ফাউন্ডেশন হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ইউকে প্রবাসী রফিক উদ্দিনের অর্থায়নে ২৮ জন শিক্ষার্থীদের মধ্যে পাঞ্জাবী বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে মাদ্রাসা প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে এ পোষাক বিতরণ করা হয়।
মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ সুলেমান আহমদের সভাপতিত্বে ও শেখ আব্দুল্লাহ আল মনসুরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা ইউনিট সদস্য ও সাবেক উপজেলা আমীর হাফেজ মাওলানা নাজমুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জুড়ী উপজেলা আমীর আব্দুল হাই হেলাল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাফিজ আব্দুল্লাহ মামুন, হাফিজ আশরাফ উদ্দিন, হাফিজ নোমান , হাফিজ বদরুল ইসলাম, সারজান মিয়া, বীর মুক্তিযোদ্ধা ভাদই মিয়া, আব্দুল হাসিম, মাজাই মিয়া, জোবের আহমদ, রেনু মিয়া, ফখরুল ইসলাম, নাজিম উদ্দিন ও তারেকুল ইসলাম প্রমুখ।