বালাগঞ্জে কৃষকদের বীজ-সার বিতরণ
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২৪, ৮:৫২:৩১ অপরাহ্ন
বালাগঞ্জ প্রতিনিধি: আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সিলেটের বালাগঞ্জে ২০২৪-২৫ অর্থ বছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সরিষা, সূর্যমুখি ও শীতকালীন পেঁয়াজসহ ৮ জাতের বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
রোববার সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পরিষদ মিলনায়তনে ৬টি ইউনিয়নে ৬ হাজার ৮’শ ৪০জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়। কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৪-২৫অর্থ বছরে রবি মৌসুমে গম, ভূট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ ও মসুর ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৬টি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক ৬ হাজার ৮’শ ৪০ জন কৃষকদের মধ্যে বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হকের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা মো: আশিকুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদ, বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুনিম, পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. মুজিবুর রহমান, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, উপজেলা কৃষি সম্পসারণ কর্মকর্তা মোঃ নুরুজ্জামান, উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ আবুল কাসেম, বালাগঞ্জ প্রেসক্লাব সহ সাধারণ সম্পাদক হেলাল আহমদ প্রমুখ।