ঐক্যবদ্ধ বিএনপিকে কেউ ঠেকাতে পারবেনা : তাহসিনা রুশদীর লুনা
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২৪, ৮:৫৪:৪৯ অপরাহ্ন
বিশ্বনাথ প্রতিনিধি: বিএনপির চেয়ারপারর্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা বলেছেন, পুলিশের হয়রানি বন্ধ হয়েছে। রাতে বাড়ী ঘরে নিশ্চিন্তে ঘুমাতে পারছি, এর মানে এ নয় আমরা পুরোপুরিভাবে স্বাধীন হয়েছি। পুরোপুরিভাবে স্বাধীন হতে আরো সময় লাগবে। তিনি বলেন, সুন্দর সমাজ, সুন্দর দেশ গঠনে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ হলে বিএনপিকে কেউ ঠেকাতে পারবেনা। বিএনপির নেতাকর্মী সুশৃঙ্খল রাজনীতি করে। দেশপ্রেমের রাজনীতি করে বলেই আবারো ক্ষমতায় আসবে দলটি। তিনি আরো বলেন, আওয়ামী লীগ কি-না করেছে। সেটি বাংলার জনগণ দেখেছে। এই দলের নেতাকর্মীকে বাংলার মানুষ আর চায় না। তারা ফ্যাসিবাদী। জনগণ তাদেরকে প্রত্যাখান করেছে। তাদেরকে দেখা মাত্র বিএনপির নেতাকর্মী প্রতিরোধ করবেন। আওয়ামী লীগের নেতাকর্মী দেশের টাকা লুট করে বিদেশে পালায়। তারা দেশে থাকে না জেল খাটবে বলে।
তিনি রোববার বিকেলে পৌর এলাকার রাজনগর গ্রামে পৌর বিএনপির সভাপতি মো. আব্দুল হাইয়ের বাড়ীতে আয়োজিত বিশ্বনাথ পৌর বিএনপির আয়োজনে ৯টি ওয়ার্ড বিএনপির নেতাকর্মীর সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি মো. আব্দুল হাইয়ের সভাপতিত্বে, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম ও যুগ্ম সম্পাদক মো. নানু মিয়া’র যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল জলিল, শাহজাহান আহমদ, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, যুব বিষয়ক সম্পাদক রমজান আলী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ১নং ওয়ার্ড পৌর বিএনপির সাধারণ সম্পাদক কবির মিয়া, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আপ্তাব আলী, সাধারণ সম্পাদক শেখ আমির আলী, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি জিতু মিয়া, সাধারণ সম্পাদক এনামুল হক, সাংগঠনিক সম্পাদক রইছ আলী, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আরশ আলী, সাধারণ সম্পাদক সুনিল মিয়া, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল ওয়াহিদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলী, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইমাম উদ্দিন, সাধারণ সম্পাদক সালিক মিয়া, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক শেপু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হুশিয়ার আলী, ৮নং ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আজমল খান, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী ফয়জুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম।
সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন পৌর বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম।