দেশ ও জনগণের স্বার্থে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে কাজ করতে হবে : মাওলানা হাবিব
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২৪, ৯:৩৮:৫১ অপরাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী এদেশের সবুজ ভূখন্ডে ইসলামের আলোকে ইনসাফভিত্তিক শান্তিময় সমাজ বিনির্মানে কাজ করছে। প্রিয় জন্মভূমি এদেশকে একটি আদর্শিক কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে আমাদের সকল স্তরের নেতাকর্মীরা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, এদেশে প্রচলিত অনেক দলই রাজনীতি ও পদপদবীকে নিজেদের ব্যক্তিগত উন্নতির সোপান এবং নিরীহি মানুষকে হয়রানির হাতিয়ার মনে করে। কিন্তু আমাদের কাছে যে কোন দায়িত্ব বা ক্ষমতা হচ্ছে আল্লাহ প্রদত্ত আমানত। এর সঠিক ব্যবহারের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করতে হবে।
তিনি সিলেট জেলার নতুন দায়িত্বপ্রাপ্তদের উদ্দেশ্যে সতর্কতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, জামায়াতের যে কোন পোস্টে পদায়ন হওয়া মানে আপনার দায়িত্ব ও জবাবদিহিতার মাত্রা বেড়ে যাওয়া। তিনি সবাইকে সংকীর্ণমনতা ও ব্যক্তি স্বার্থ পরিহার করে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে কাজ করার আহ্বান জানান।
মাওলানা হাবিবুর রহমান রোববার সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলার ২০২৫-২৬ সেশনের নবনির্বাচিত উপজেলা ও পৌরশাখা সমূহের আমীরগণের শপথ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জেলা সেক্রেটারী ও সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীনের পরিচালনায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা নায়েবে আমীর হাফেজ আনওয়ার হোসাইন খান, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম ও মাওলানা মাশুক আহমদ, জেলা মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা লোকমান আহমদ ও উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার প্রমূখ।
উপজেলা ও পৌরশাখা সমূহের নতুন দায়িত্বপ্রাপ্ত আমীর হলেন- বিয়ানীবাজার উপজেলায় মাওলানা ফয়জুল ইসলাম, বিয়ানীবাজার পৌরশাখায় মাওলানা জমির হোসাইন, গোলাপগঞ্জ উপজেলায় আব্দুল আজিজ জামাল, গোলাপগঞ্জ পৌরশাখায় মাওলানা আব্দুল খালিক, ফেঞ্চুগঞ্জে এমরান আহমদ চৌধুরী, দক্ষিণ সুরমায় সাব্বির আহমদ, বিশ্বনাথ উপজেলায় নিজাম উদ্দিন সিদ্দিকী, বিশ্বনাথ পৌরশাখায় এইচ এম আখতার ফারুক, ওসমানীনগরে মো. সোহরাব আলী, বালাগঞ্জে মো. আব্দুল জলিল, কোম্পানীগঞ্জে মাওলানা ফয়জুর রহমান, গোয়াইনঘাটে মাস্টার আবুল হোসেন, জৈন্তাপুরে মাওলানা গোলাম কিবরিয়া, কানাইঘাট উপজেলায় মাওলানা কামাল উদ্দিন, কানাইঘাট পৌরশাখায় মাওলানা আব্দুল করিম, জকিগঞ্জে মাওলানা কাজী জালাল উদ্দিন। বিজ্ঞপ্তি