মোগলাবাজারে ২৮০ বস্তা চিনিসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২৪, ৯:৫৪:৪৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: দক্ষিণ সুরমা থেকে ২৮০ বস্তা ভারতীয় চোরাই চিনিসহ জসিম উদ্দিন (২৭) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার রাত ১১টার দিকে মোগলাবাজার থানা এলাকা থেকে এসব চিনি ও চোরাচালান কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করে এসএমপির মোগলাবাজার থানা পুলিশ। আটককৃত জসিম মোগলাবাজার থানার দক্ষিণ শ্রীরামপুর গ্রামের মো. আওলাদ আলীর ছেলে।
এসএমপি সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে মোগলাবাজার থানার সামনে চেকপোস্ট স্থাপনকালে একটি ট্রাক থেকে ত্রিপল দিয়ে ঢাকা ২৮০ বস্তা চিনি জব্দ করা হয়। এ সময় মো. জসিম উদ্দিন নামে এক চোরাকারবারিকে আটক করা হয়। জব্দকৃত ২৮০ বস্তায় চিনির বাজার মূল্য ১৬ লক্ষ ৩০ হাজার এবং ট্রাকের মূল্য ২৫ লক্ষ বলে জানায় পুলিশ।
এর সত্যতা নিশ্চিত করে এসএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম রোববার জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মোগলাবাজার থানার মামলা দায়েরের পর পুলিশ স্কর্টের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।