জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২৪, ৫:৩৭:২৬ অপরাহ্ন
জগন্নাথপুর থেকে সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের পৃথক অভিযানে মোটরসাইকেল চুরির মামলার আসামি ও ওপর মামলার এক বছরের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে।জগন্নাথপুর থানা পুলিশ রোববার রাত তিনটায় থানা এলাকায় অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলসহ আসামীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত মোটরসাইকেল চুরির মামলার আসামী জগন্নাথপুর উপজেলার শ্রীরামসী বরাউক গ্রামের আব্দুল বারিকের ছেলে মেহদী হাসান নানু (৩৮)। এসময় চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়, যার মূল্য ১ লক্ষ ১০ হাজার টাকা। পৃথক অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামী উপজেলার আমড়াতৈল গ্রামের কদরীছ আলীর ছেলে জুনেদ আহমদ (২৪) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ জানান, গ্রেফতারকৃত আসামীদের সোমবার সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।