কুলাউড়ায় সেলাই প্রশিক্ষণের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২৪, ৫:৪১:৩৪ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় ৭ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। রোববার উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে কৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আপেল মাহমুদ।
কৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে ‘লড়াই যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউৎগাঁও ইউনিয়নের মেম্বার আবু সুফিয়ান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের সিসিটি প্রবীর চন্দ্র সরকার প্রমুখ। সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আপেল মাহমুদ জানান, এই প্রশিক্ষণে ৩০ জন নারী অংশগ্রহণ করেছেন। তাদের প্রশিক্ষকের দায়িত্বে রয়েছেন শাহেদা বেগম।