পরিচ্ছন্ন সুনামগঞ্জ বিনির্মাণে নাগরিক সভা
প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২৪, ৫:৪৩:২৬ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে পরিচ্ছন্ন শহর বিনির্মাণে নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় সুনামগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। পৌর প্রশাসক সমর কুমার পালের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার প্রধান নির্বাহী কালীপদ দাস।
সভায় আরো বক্তব্য রাখেন শিক্ষাবিদ অধ্যক্ষ পরিমল কান্তি দে, সাবেক সিভিল সার্জন সৈয়দ মনোওয়ার আলী, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, ডেপুটি সিভিল সার্জন শুকদেব সাহা, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মাহবুব জামান, নুরুল রব চৌধুরী, এডভোকেট শামস উদ্দিন প্রমুখ। এছাড়া শহরেী সুধী সমাজের পক্ষ থেকে বিভিন্ন ওয়ার্ডের নাগরিকরা শহর পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন পরামর্শ দেন।
এ সময় বক্তারা সুনামগঞ্জ পৌর শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে শহরে সচেতনতা ও পর্যাপ্ত ডাস্টবিন স্থাপনের দাবি জানান। শহর যানজটমুক্ত ও ফুটপাত হকারমুক্ত রাখার কথা বলেন। শহরের গুরুত্বপূর্ণ খালগুলো উদ্ধার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করার কথা জানান।