দুর্নীতি মুক্তকরণ ফোরামের গণজমায়েত
প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২৪, ৫:৪৫:০৩ অপরাহ্ন
অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের সমর্থনে, চালসহ নিত্যপণ্যের মূল্য ক্রয় ক্ষমতার মধ্যে আনা, আইন-শৃঙ্খলার দ্রুত উন্নয়ন, দেশের স্থিতিশীলতা নিশ্চিতের দাবীতে সোমবার বেলা ২টায় সিলেট নগরীর কোর্ট পয়েন্টে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের গণজমায়েত অনুষ্ঠিত হয়।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিনের সভাপতিত্বে গণজমায়াতে প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মকসুদ হোসেন। যুবনেতা ইমাম হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, উপদেষ্টা নেছারুল হক চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ এডভোকেট, সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন চতুলী, সাংগঠনিক সম্পাদক ডাঃ অরুণ কুমার দেব ও প্রচার সম্পাদক মীর আব্দুল করিম পাখি মিয়া।
সভাপতির বক্তব্যে সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন বলেন, বারংবার নির্বাচনী চাপে সংস্কারের প্রতিবন্ধকতা সৃষ্টি বন্ধ করুন। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য রাষ্ট্র সংস্কার, নির্বাচন নয়।
প্রধান বক্তার বক্তব্যে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মকসুদ হোসেন বলেন, যে কোন দায়িত্বশীল সরকারের কর্তব্য হলো জনগণের জানমালের নিরাপত্তা, রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা ও মানুষের দৈনন্দিন সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা। ৩ মাসে এই সরকার সেটা করতে পারেননি। মানুষ সরকারের উপর আস্থা রাখবে তখনই যখন দেখবে তাদের নিত্যদিনের সমস্যা ও নিরাপত্তা বিধানে কার্যকর পদক্ষেপ নেয়া হয়েছে।
অন্যান্যের মধে বক্তব্য রাখেন সাবেক যুগ্ম সম্পাদক তারেক আহমদ বিলাস, কেন্দ্রীয় সদস্য আব্দুল মুতাওয়ালী ফলিক, সরোজ ভট্টাচার্য্য, আফছারুজ্জামান আফছর, রফিকুল ইসলাম শিতাব, স্টেশন রোড লেইছ সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল ওয়াহিদ, ব্যবসায়ী শাহাব উদ্দিন, কুচাই ইউপির সাবেক মেম্বার মকবুল হোসেন, গিয়াস উদ্দিন আহমদ, তাজ উদ্দিন, মহানগর হকার্স সমবায় সমিতির সাবেক সেক্রেটারী খোকন আহমদ, বৈষম্যবিরোধী জাতীয়তাবাদী হকার্স ঐক্য পরিষদের উপদেষ্টা খলিল আহমদ, শাহজাহান আহমদ সাজু, পিয়ার হোসেন, জানে আলম, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরাম কেন্দ্রিয় সিনিয়র সহ সভাপতি নিয়াজ কুদ্দুস খান, সহ সভাপতি নুরুল ইসলাম জিতু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নুর আহমদ জুনেদ, বিজয় চন্দ্রনাথ বিপ্লব, কেন্দ্রীয় নেতা রেজাউল করিম লিটন, শেখ মোঃ দিপু ও ব্যাটারি রিক্সা শ্রমিক নেতা ইকবাল আহমদ প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা জাহেদ আহমদ। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। বিজ্ঞপ্তি