ছাতকে যুবলীগ সম্পাদকসহ ৭ জনের বিরুদ্ধে মামলা
প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২৪, ৬:২২:০৮ অপরাহ্ন
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল আহমদসহ ৭জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গৃহ পুড়ানো, চুরি ও হত্যার উদ্দেশ্যে মারপিটের অপরাধে মামলাটি গত ১০ নভেম্বর ছাতক থানায় দায়ের করেন রণজিত দাস। তিনি উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের সরিষপুর গ্রামের মৃত ব্রজেন্দ্র দাসের ছেলে ও পঙ্কজ মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ও বরবরা নামক জলমহালের লীজগ্রহিতা।
দায়েরি ওই মামলায় অন্যান্য আসামিরা হলেন, উত্তর খুরমা ইউনিয়নের মৈশাপুর গ্রামের খুর্শিদ আলীর ছেলে পাবেল মিয়া, মৃত মকবুল আলীর ছেলে মুহিবুর রহমান, মৃত সোনা উল্লার ছেলে আফজল মিয়া, আবুল হোসেনের ছেলে জুবায়ের আহমদ, মৃত মকবুল আলীর ছেলে ছাদিকুর রহমান ও আমিনুর রহমানসহ অজ্ঞাত আরও ১৫ জন।
জানা যায়, উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের নয়া মৈশাপুর গ্রাম সংলগ্ন বরবরা নামক জলমহালটি ৬ বছরের জন্য বৈধভাবে লীজ গ্রহণ করেন মামলার বাদি রণজিত দাস। ওই লীজকৃত জলমহালে তিনি মৎস্য চাষসহ আহরণ করে আসলেও আসামিরা লোভের বশিভূত হয়ে ক্ষিপ্ত হয়ে উঠে এবং পাহারাদারদের মারপিট করে জলমহালের বিভিন্ন প্রজাতির মাছ আহরণ করে নিতে থাকে। গত ২০ সেপ্টেম্বর এ জলমহালের পাহারাদারদের মারপিট করে ১ লাখ ২০ হাজার টাকার আর্থিক ক্ষতি করে। এ বিষয়ে ছাতক থানায় তাদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া হাসান।