ওসমানীনগরে কৃষক প্রশিক্ষণ কর্মশালা
প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২৪, ৬:৩৩:১৪ অপরাহ্ন
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ কাজী মুজিবুর রহমান বলেছেন, কৃষি ও কৃষকের উন্নয়নে সরকার সর্বদা আন্তরিক। তাই দেশের খাদ্য চাহিদা মেটানোর পাশাপাশি বহির্বিশ্বে খাদ্য রপ্তানী করতে সরকারের নানামুখী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে কৃষি সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি রোববার দুপুরে ওসমানীনগর উপজেলা পরিষদ হলরুমে ২০২৪- ২৫ অর্থবছরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ওসমানীনগর উপজেলা আয়োজিত দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ওসমানীনগর উপজেলা কৃষি অফিসার উম্মে তামিমার সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ দিপক চন্দ্র দাস। প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন, উপসহকারী কৃষি অফিসার মোঃ আব্দুল মোত্তাকিন চৌধুরী, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার আরিফ রাব্বানী, উপসহকারী কৃষি অফিসার রিপন চন্দ্র পাল, পল্লব ভট্টাচার্য, রোকেয়া বেগম ঝর্না ও রাজিব দেবনাথ প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালায় দয়ামীর ও গোয়ালাবাজার ইউনিয়নের ৬০ জন কৃষক অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি