তাহিরপুরে মাদক কারবারী আটক
প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২৪, ৬:৫৫:৪৭ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে ইয়াবাসহ আশিক নুর (২২) নামে এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের শিমুল বাগানের পাশ থেকে তাকে আটক করা হয়। সে উপজেলার বাদাঘাট ইউনিয়নের নোয়াগাও গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।
উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের চিহ্নিত মাদক কারবারীদের সহযোগি আশিক নুর যাদুকাটা নদী সংলগ্ন শিমুল বাগানের পাশে ইয়াবা ট্যাবলেট বিক্রি করছে- এমন সংবাদের ভিত্তিতে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম, এএসআই আব্দুল জব্বারসহ সঙ্গীয় পুলিশ ফোর্সসহ শিমুল বাগানের পাশেই তাকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে তার কাছে ১১টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন এর সত্যতা নিশ্চিত করে জানান, আটক যুবকের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। বিকেলেই তাকে আদালতে পাঠানো হয়েছে।