ফ্যাসিবাদের দোসররা এখনো সক্রিয় জাতিকে সতর্ক থাকতে হবে: ফখরুল ইসলাম
প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২৪, ৮:৩৮:১৪ অপরাহ্ন
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ও খুনী হাসিনা পালিয়ে গেলেও তাদের দোসররা এখনো সক্রিয় রয়েছে। ছাত্র-জনতার রক্তের দাগ শুকানোর আগেই ফ্যাসিস্ট হাসিনার দোসররা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। তারা রাজনীতিতে সক্রিয় হওয়ার বিভিন্ন পথ খুঁজছে। দ্রুততম সময়ের মধ্যে ছাত্র-জনতার খুনীদের বিচার সম্পন্ন করতে অন্তর্বর্তীকালিন সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসরদের এই দেশে আর রক্তের হুলীখেলার সুযোগ দেয়া যাবেনা। এ ব্যাপারে জাতিকে সতর্ক থাকতে হবে।
তিনি সোমবার বিকেলে সিলেট মহানগরীর বিভিন্ন থানা জামায়াতের নতুন শেসনের কমিটি গঠন উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- সিলেট মহানগরী নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন, জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, মুফতী আলী হায়দার প্রমূখ।
সভায় সদস্যদের প্রত্যক্ষ ভোটে আগামী ২৫-২৬ শেসনের জন্য মহানগরীর জালালাবাদ, বিমানবন্দর ও শাহপরান পূর্ব থানা জামায়াতের নতুন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে থানা সমুহের নতুন কমিটি ঘোষণা করেন মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম।
জালালাবাদ থানা : মহানগরীর জালালাবাদ থানায় মাওলানা আলাউদ্দিন আমীর, মাওলানা জুনায়েদ আল হাবিব সেক্রেটারী, আশফাক আহমদ চৌধুরী ও উবায়দুল হক শাহীন সহকারী সেক্রেটারী নির্বাচিত হন।
বিমানবন্দর থানা: মহানগরীর বিমানবন্দর থানায় শফিকুল আলম মফিক আমীর, মাওলানা আব্দুল লতিফ নায়েবে আমীর, ফরিদ আহমদ সেক্রেটারী ও রেজাউল ইসলাম সহকারী সেক্রেটারী নির্বাচিত হন।
শাহপরান পূর্ব থানা: মহানগরীর শাহপরান পূর্ব থানায় মো: শামীম আহমদ আমীর, মাওলানা ফয়জুর রহমান নায়েবে আমীর, মো: সাইফুল ইসলাম সেক্রেটারী ও মনজুর রহমান সহকারী সেক্রেটারী নির্বাচিত হন। বিজ্ঞপ্তি