শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পরিবারের বৃক্ষরোপণ
প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২৪, ৮:২৫:২৩ অপরাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি : শান্তিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে ‘আগামী প্রজন্মের জন্য গাছ লাগাই, সবুজ সৌন্দর্যে দেশটা সাজাই’, এই স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১টায় শান্তিগঞ্জ উপজেলার যেহীন আহমেদ একাডেমি ফর হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সেন্টারের সম্মেলন কক্ষে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খানের সভাপতিত্বে ও বড়মোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়সল আহমেদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুম মিঞা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, মুক্তাখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহ আহমেদ, ছয়হাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেবা রানী পাল, কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রানা আচার্য্য, ডিকেসিআর বিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, কামরূপদলং ইয়াকুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক লাল চক্রবর্তী, আস্তমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল চক্রবর্তী, সদরপুর সরকারের নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুমা চক্রবর্তী, সলফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামিম আহমদ সহ প্রমূখ। এ সময় উপজেলার ৯৭ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে উন্নত মানের আমগাছের চারা বিতরণ করেন অতিথিরা।