বিতর্কিতদের উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২৪, ৯:১১:৩৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বিতর্কিতদের অন্তর্বর্তীকালিন সরকারের উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৪টায় নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেটের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচী পালিত হয়।
অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা নিয়োগে ছাত্র-জনতার অংশীদারিত্ববিহীন সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিলটি চৌহাট্টাস্থ বিজয় চত্তর থেকে শুরু হয়ে জিন্দাবাজার ঘুরে ফের শহীদ মিনারের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়। মিছিলে শাবিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েক শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
মিছিল পরবর্তী সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব, শাবি সমন্বয়ক শিশির, হাফিজুল ও আবু সাঈদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।সমাবেশে বক্তারা বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। হাজার-হাজার ছাত্র-জনতার রক্তে অর্জিত এই বিপ্লব। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার নতুন যে উপদেষ্টা নিয়োগ দিয়েছেন তা বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক। ফ্যাসিবাদী দোসরদের স্থান দেওয়া শহীদের রক্তের অবমাননা ও অভ্যুত্থানের সঙ্গে বেঈমানী। ড. ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র-জনতার সঙ্গে আলোচনা করে এমন সিদ্ধান্ত নিবেন বলে ছাত্র-জনতার প্রত্যাশা। অন্যথায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফের রাজপথে সক্রিয় হতে বাধ্য হবে।