গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে আসতে চায় শাবি
প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২৪, ৯:১৪:২২ অপরাহ্ন
গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে যেতে নীতিগতভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন একমত বলে জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। গুচ্ছ ভর্তি পরীক্ষার ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতামত কি জানতে চাইলে রোববার তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, গুচ্ছ থেকে বেরিয়ে যেতে আমরা নীতিগতভাবে একমত। গুচ্ছ ভর্তি সিস্টেম একটা লম্বা প্রসেস। ফলে সময়মতো ভর্তি করানো সম্ভব হচ্ছে না। এতে করে সেশনজট সমস্যার তৈরি হচ্ছে। এর আগে একই দিনে গুচ্ছ থেকে বেরিয়ে যেতে ও সেশনজট সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্য বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে বাংলা বিভাগের শিক্ষার্থী আবু সালেহ নাসিম বলেন, পূর্বে শাবিপ্রবির প্রশ্নপত্রের যে মান ছিলো, গুচ্ছ ভর্তি পরীক্ষার কারণে তা সম্ভব হচ্ছে না। তিনি আরো বলেন, গুচ্ছ ভর্তি প্রক্রিয়া অত্যন্ত জটিল এবং সময় সাপেক্ষ। এই প্রক্রিয়া শাবিপ্রবির জন্য উপযুক্ত নয়। তাই এই প্রক্রিয়া দিয়ে বেরিয়ে আসতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।