জৈন্তায় নদীর পাড়ে বৃদ্ধের লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২৪, ৯:১৫:৪১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : জৈন্তাপুরে নদীর পাড় থেকে এক বৃৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে উপজেলার ৩নং চারিকাটা ইউনিয়নের সরুখেল গ্রামে নদীর পাড় হতে লাশ গাছের সাথে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ঐ লাশ উদ্ধার করা হয়। তার নাম সাজিদ মিয়া (৭০) ও তিনি উপজেলার চারিকাটা ইউনিয়নের নয়াখেল গ্রামের মৃত ইদ্রিস আলীর পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাজিদ মিয়া পেশায় একজন চানাচুর বিক্রেতা ও ৫ সন্তানের জনক। তিনি চতুল বাজারে সিএনজি স্টেশনে চানাচুর বিক্রি করে সংসার চালাতেন। রোববার সন্ধ্যায় হারাতৈল জলসার বাজারে যান। সোমবার তার লাশ গাছের সাথে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় পাওয়া যায়। এলাকাবাসীর দাবী সাজিদ মিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করে নদীর ধারে লাশ ফেলে দেয়া হয়েছে।
এর সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান দৈনিক জালালাবাদকে বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। প্রাথমিকভাবে এটিকে হত্যাকান্ড বলে মনে হয়েছে।
তিনি জানান, সোমবার সকালে ইছাবা নদীর ধারে ঘাস কাটতে গিয়ে কতিপয় যুবক গাছের সাথে বাঁধা বৃদ্ধের লাশ দেখে স্থানীয়দের জানালে তারা পুলিশকে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে।