মাক্কু’র পিতৃবিয়োগে বিএনপি নেতৃবন্দের শোক
প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২৪, ৯:২০:১৩ অপরাহ্ন
দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও গ্রেটার কামাল বাজার স্পোর্টস একাডেমির ক্রীড়া সম্পাদক এনামুল হক মাক্কুর পিতা, ১০নং কামাল বাজার ইউনিয়নের অন্তর্গত নভাগ নিবাসী ইসহাক আলী (কালা মিয়া) আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি সোমবার দুপুর ১২টায় নগরীর একটি বেসরকারী হাসপাতালে ইন্তেকাল করেছেন। সোমবার বাদ এশা তালিবপুর নতুন জামে মসজিদ প্রাঙ্গনে জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বিএনপি নেতা এনামুল হক মাক্কুর পিতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ, জেলার সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
পৃথক শোক বার্তায় জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি শাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক কুহিনুর আহমদ ও সাংগঠনিক সম্পাদক সোহেল ইবনে রাজা শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
নেতৃবৃন্দ বলেন, কামালবাজার ইউনিয়নের মুরব্বী ও শালিস ব্যক্তিত্ব ইসহাক আলী (কালা মিয়া) এর মৃত্যুতে আমরা একজন জাতীয়তাবাদী অভিভাবকতুল্য মুরব্বীকে হারালাম। আল্লাহ পাক- মরহুম ইসহাক আলীকে জান্নাতবাসী করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন। বিজ্ঞপ্তি