ডলারের বিপরীতে রুপির দাম ইতিহাসের সর্বনিম্ন
প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২৪, ৯:৪২:৩৯ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান সর্বনি¤œ পর্যায়ে নেমে এসেছে। সোমবার (১১ নভেম্বর) ভারতীয় রুপির মান আরও ১ পয়সা কমে প্রতি ডলারের বিনিময়ে ৮৪ দশমিক ৩৮ রুপিতে পৌঁছেছে। খবর এনডিটিভির।
বার্তাসংস্থা পিটিআইয়ের বরাতে এনডিটিভি জানিয়েছে, শুক্রবার ডলারের বিপরীতে রুপির মান ৫ পয়সা কমে ৮৪ দশমিক ৩৭ রুপিতে পৌঁছেছিল, যা ছিল সর্বকালের সর্বনিম্ন। কিন্তু সোমবারের শুরুতেই রুপির মান আরও ১ পয়সা কমে সর্বনিম্ন ৮৪ দশমিক ৩৮ রুপিতে পৌঁছেছে।
ফরেক্স বিশেষজ্ঞরা বলছেন, ডলার সূচকের স্থিতিশীলতা এবং বিদেশি তহবিলের প্রবাহ কমে গেলে রুপির ওপর চাপ আরও বাড়তে পারে। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) রুপির পতন ঠেকাতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে বিপুল পরিমাণ ডলার বিক্রি করেছে। সেপ্টেম্বর থেকে শুরু করে আরবিআই প্রায় ২ হাজার ৬০০ কোটি ডলার বিক্রি করেছে। তবে এ পদক্ষেপেও রুপির মানের পতন পুরোপুরি ঠেকাতে পারেনি।
বিশ্ববাজারে ডলারের শক্তি বৃদ্ধি, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর, রুপির মান আরও দুর্বল হতে থাকে। বিশেষজ্ঞদের মতে, রুপির মূল্য বাড়ানোর লক্ষ্যে আরবিআই ডলার কিনে এবং দর কমলে তা বিক্রি করে রুপির মান স্থিতিশীল রাখতে চেষ্টা করে যাচ্ছে। সেপ্টেম্বরে রুপির মান ৮৩ দশমিক ৯৭ রুপিতে নামার পর তা কিছুটা বৃদ্ধি পেলেও পরে আবার কমে যায়। সর্বশেষ ২৭ সেপ্টেম্বর ডলারের বিপরীতে রুপির মান ৮৩ দশমিক ৬৭ রুপিতে নেমেছিল।