কলাবাগান ব্লাড সোসাইটির ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৪, ৫:৫৬:২২ অপরাহ্ন
দক্ষিণ সুরমা প্রতিনিধি:
দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বৃহত্তর কলাবাগান ব্লাড সোসাইটির উদ্যোগে সোমবার দুপুরে নবারুণ উচ্চ বিদ্যালয় ও কলেজে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নবারুণ উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভাপতি লিয়াকত আলী’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নবারুণ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু ইউসুফ, ব্লু ওয়াটার মার্কেটের ব্যবসায়ী মো. জাবের হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন কলাবাগান বাজারের ব্যবসায়ী জুবের আহমদসহ এলাকার মুরুব্বি, সামাজিক ব্যক্তিবর্গ ও বৃহত্তর কলাবাগান ব্লাড সোসাইটি সকল সদস্যবৃন্দ।