পুলিশ লাইনস হাইস্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৪, ৬:৪৩:২৬ অপরাহ্ন
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. রেজাউল করিম পিপিএম-সেবা বলেছেন, শিক্ষার্থীদের মানবিক ও নৈতিক শিক্ষায় সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে। তারাই একদিন দেশের নেতৃত্ব দেবে। তিনি বলেন, বিশ্বায়নের যুগে শিক্ষার্থীদের ইংরেজী, ডিজিটাল মাল্টি মিডিয়ায় পারদর্শী করে গড়ে তোলা অপরিহার্য। এ জন্যে শিক্ষক অভিভাবকদের সমন্বিত প্রয়াস চালাতে হবে।
তিনি মঙ্গলবার দুপুরে নগরীর পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যুৎ জ্যোতি চক্রবর্ত্তীর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক রমা রাণী চক্রবর্ত্তী, সহকারী শিক্ষক জাকির আহমদ চৌধুরী, মাহবুবুর রহমান হাদী ও পিংকি আক্তারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন মুহাম্মদ মাসুদ রানা, উপ পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) তোফায়েল আহমদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ পুলিশ কমিশনার তাহিয়াত আহমদ চৌধুরী, উপপুলিশ কমিণনার নর্থ শাহরিয়ার আলম, অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি সাবেক পুলিশ সুপার কাওছার আহমদ হায়দরী, ম্যানেজিং কমিটির সদস্য আফতাব চৌধুরী।
বক্তব্য রাখেন সমাজকর্মী আহমদ কবির রিপন, লিজা তালুকদার, শিক্ষার্থী মাহিনুর রহমান, অর্পিতা পাল প্রমুখ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কাওছার রহমান মোত্তাকী ও দিপান্বিতা দেবনাথ। বিজ্ঞপ্তি