বড়লেখায় ওয়ার্ড আ.লীগের সভাপতি কারাগারে
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৪, ৬:৪১:৫২ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি:
বড়লেখা থানা পুলিশ উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিমকে রোববার রাতে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে। সোমবার বিকেলে আদালতের মাধ্যমে পুলিশ তাকে কারাগারে পাঠিয়েছে। আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম উপজেলার উত্তর চান্দগ্রাম গ্রামের আজমল আলীর ছেলে।
থানার ওসি আব্দুল কাইয়ুম জানান, একটি মামলার সন্ধিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।