রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৪, ৬:৪৮:৪০ অপরাহ্ন
সিলেটের গাজী বুরহান উদ্দিন (কানাইঘাট-গাছবাড়ি-সিলেট) সড়কের সংস্কার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় ছাত্র-জনতা। সোমবার বেলা ১১ টায় এলাকাবাসীর উদ্যোগে কানাইঘাটের রাজাগঞ্জ বাজার ও গাছবাড়ি বাজার এলাকায় পৃথক দুটি মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকার সর্বস্তরের জনগণ অংশ নেন। পৃথক মানববন্ধন দুটিতে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির প্রথম সহ সভাপতি মামুনুর রশীদ মামুন (চাকসু মামুন)।
বিশেষ অতিথির বক্তব্য দেন কানাইঘাট উপজেলা বিএনপির সহ সভাপতি ওয়েস আহমদ, ডা. আবু শহীদ শিকদার, ৯ নং রাজাগঞ্জ ইউপি চেয়ারম্যান মাওলানা শামসুল ইসলাম, ৮নং ঝিঙ্গাবাড়ি ইউপি চেয়ারম্যান মাস্টার আবু বক্কর, সাবেক চেয়ারম্যান রফিক আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কাওছার আহমদ বাঙ্গালী ও দপ্তর সম্পাদক আবুল বাশার।
বক্তব্য রাখেন কানাইঘাট পৌর বিএনপির সহ সভাপতি জালাল আহমদ জনি, রাশেদুল হাসান টিটু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা শামসুল ইসলাম, নজরুল ইসলাম রুকন, এবাদুর রহমান, কয়সর আহমদ, ছয়েফ আহমদ, জামাল উদ্দিন, নুরুল আমিন, ফরিদ আহমদ, মকবুল হোসেন, উসমান গণি, তাজ উদ্দিন, সাদেক আহমদ, হেলাল আহমদ ও আহমদ হোসাইন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বড় বড় গর্ত ও ভাংগার কারণে রাস্তাটিতে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কোমলমতি শিক্ষার্থীদের অনেক কষ্ট করে স্কুল-কলেজ ও মাদ্রাসায় আসতে হয়। বিশেষ করে রোগীদের নিয়ে অনেক বিড়ম্বনার শিকার হতে হয়। এজন্য অনতিবিলম্বে রাস্তা সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান এলাকাবাসী। বিজ্ঞপ্তি