দুর্নীতিমুক্ত সমাজ গড়তে এক সাথে কাজ করতে হবে : জেলা প্রশাসক
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৪, ৮:২২:২৪ অপরাহ্ন
কানাইঘাট প্রতিনিধি:
সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেছেন, বৈষম্যহীন দেশ ও দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তুলতে সরকারি কর্মকর্তাসহ সবাইকে এক সাথে কাজ করতে হবে। তিনি সিলেটে সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড স্বচ্ছতার সাথে বাস্তবায়নে নিষ্ঠার সাথে কাজ করার জন্য সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দায়িত্ব পালনে সবাইকে আরো আন্তরিক হতে হবে এবং বর্তমান অন্তর্বর্তী সরকার জনসাধারনের প্রত্যাশা ও প্রাপ্তি অনুযায়ী কাজ করে যাচ্ছে।
জেলা প্রশাসক মঙ্গলবার দুপুর ১২টায় কানাইঘাট উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সায়রাত মহালের প্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব মানব সম্পদ) হোসাইন মোঃ আল জুনায়েদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওয়াজিদ ওয়াসিফ, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল। বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ সুবল চন্দ্র বর্মন, উপজেলা প্রকৌশলী মোঃ আবু হানিফা, উপজেলা জামায়াতে ইসলামের আমীর মাওলানা কামাল আহমদ, জেলা মজলিসে শুরা সদস্য মাওলানা ফয়ছল আহমদ, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, সাতবাঁক ইউপি চেয়ারম্যান আবু তায়্যিব শামীম, বড়চতুল ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী, দক্ষিণ বানীগ্রাম ইউপি চেয়ারম্যান লোকমান আহমদ, ঝিঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান মাওলানা জামাল উদ্দিন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল হক, কৃষক সুলতান আহমদ প্রমুখ।
মতবিনিময় সভার আগে জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ কানাইঘাট পৌরসভা কার্যালয়, সরকারি উচ্চ বিদ্যালয়, সদর ইউনিয়ন ভূমি অফিস, পৌরসভার চলমান নির্মানাধীন পানি শোধনাগার, জৈব সারকারখানা কাজের অগ্রগতি পরিদর্শন করেন।