সব অফিস থেকে মুজিবের ছবি সরানোর আল্টিমেটাম গণ অধিকারের
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৪, ৭:২৮:১৪ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: সরকারি সকল অফিস থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানোর দাবিতে বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদ। মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
গণঅধিকার পরিষদের আহবায়ক কর্নেল অবঃ মিয়া মশিউজ্জামান বলেন, শেখ মুজিবুর রহমান বাংলাদেশ প্রথম ভোটচুরির ইতিহাসের রচনাকারী। বাকশাল প্রতিষ্ঠার জনক। সুতরাং এরকম একজন গণতন্ত্র হত্যাকারীর ছবি বাংলাদেশের সরকারি কোন অফিসে থাকতে পারেনা।
গণঅধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান বলেন, শেখ মুজিবুর রহমান বাংলাদেশ গণতন্ত্র হত্যার মাধ্যমে একদলীয় বাকশাল কায়েম করেছিলেন। তার কন্যা শেখ হাসিনা দীর্ঘ ১৬ বছর বাকশালের চূড়ান্ত পর্যায়ে এদেশকে নিয়ে গিয়েছিল। আমরা সেই বাকশালের কবল থেকে বাংলাদেশকে উদ্ধার করেছি। কিন্তু বাকশালের জনক শেখ মুজিবের ছবি আমাদের মাতার উপরে, এটা আমরা মানতে পারছিনা। আগামী ২৪ ঘন্টার মধ্যে সরকারি সকল অফিস আদালত থেকে শেখ মুজিবের ছবি সরাতে হবে।
যুগ্ম সদস্য সচিব তারেক রহমান বলেন, আমরা আর শেখ মুজিবের ছবির পূজা দেখতে চাই না। অতিদ্রুত শেখ মুজিবের ছবি সরাতেই হবে। মুজিবের চেহারা দেখিয়ে যেহেতু স্বৈরতন্ত্র কায়েম হয়েছে, মুজিবের এই ছবিটা আমরা কোন দপ্তরে থাকতে দেব ন। মুজিবের ছবি টাঙ্গিয়ে, গণ অভ্যুত্থানে শহীদদের অসম্মান করা হচ্ছে।