মণিপুরে সেনাদের হাতে ১১ কুকি নিহত
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৪, ৭:২৯:৩২ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: মণিপুরের জিরিবাম জেলায় সোমবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ১১ জন কুকি জঙ্গি নিহত হয়েছে। রাজ্য পুলিশের সূত্রে জানা গেছে, এই সংঘর্ষের পর মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, দক্ষিণ আসাম ঘেঁষা জিরিবাম জেলার বোড়োবেকরা এলাকায় মণিপুর পুলিশের একটি থানায় হামলা চালায় কুকি জঙ্গিরা। এটি ছিল একের পর এক হামলার অংশ, কারণ এই থানায় পূর্বেও একাধিকবার আক্রমণ হয়েছিল। হামলার পরেই, কুকি জঙ্গিরা কাছের জাকুরাদর কারং এলাকায় গিয়ে বাড়িঘরে আগুন ধরিয়ে দেয় এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে লিপ্ত হয়।
এ ঘটনায় নিরাপত্তা বাহিনীর কেউ নিহত হয়নি, তবে কিছু সংখ্যক পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। সংঘর্ষের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, এবং মণিপুরের পশ্চিম, মধ্য, ও দক্ষিণ অঞ্চলে গত বৃহস্পতিবার থেকে আরও তীব্র উত্তেজনা দেখা দেয়। বিশেষত, গত বৃহস্পতিবার এক স্কুল শিক্ষিকাকে ধর্ষণ ও জীবন্ত পুড়িয়ে হত্যা করার পর পরিস্থিতি আরও বেশি রক্তাক্ত হয়।
এই ঘটনা নিয়ে মণিপুরের ১০ কুকি বিধায়কেরা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় আসতে রাজি না হওয়ার ঘোষণা দিয়েছেন। তাঁদের অভিযোগ, মুখ্যমন্ত্রী জাতি নির্মূলের প্রক্রিয়া চালাচ্ছেন, এবং তাঁর সঙ্গে ভবিষ্যতে কোনও বৈঠক হওয়ার সম্ভাবনা নেই।
এ পরিস্থিতিতে, মণিপুরের পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পর্যবেক্ষকরা। ২০২৩ সালের মে মাস থেকে এই রাজ্যে সংঘর্ষের ফলে আড়াই শতাধিক মানুষ নিহত হয়েছে, এবং ৬০ হাজারেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে।