বাউবি এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৯৯.৯৮
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৪, ৮:১০:২৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২০২৪ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষার ২য় বর্ষের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এবার পাসের হার শতকরা ৯৯ দশমিক ৯৮ শতাংশ। মঙ্গলবার বিকেলে বাউবির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
জানা গেছে, বাউবি’র এইচএসসি প্রোগ্রামের ২য় বর্ষের চূড়ান্ত পরীক্ষায় নিবন্ধিত শিক্ষার্থী সংখ্যা ৩২ হাজার ৭৫৪ জন। নিবন্ধিত শিক্ষার্থী মধ্যে প্রথম বর্ষের রেজাল্টের ওপর ভিত্তি করে চূড়ান্তভাবে ৩২ হাজার ৭৪৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। আন্ত:শিক্ষা বোর্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে এ রেজাল্ট প্রকাশ করা হয়।
শিক্ষার্থীদের মধ্যে ৫৩ জন জিপিএ-৫, ১ হাজার ৭০৮ জন এ গ্রেড, ৫ হাজার ৪৪৫ জন এ-, ১১ হাজার ১৫৪ জন বি গ্রেড, ১৩ হাজার ৪৮৯ জন সি এবং ৮৯৭ জন ডি গ্রেডে উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১৯ হাজার ১০৬ জন ছাত্র এবং ১৩ হাজার ৬৪০ জন ছাত্রী।