দক্ষিণ সুরমায় ট্রেনে কাটা পড়ে রেল কর্মচারীর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৪, ৯:১৫:৩৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : দক্ষিণ সুরমায় ট্রেনে কাটা পড়ে এক রেল কর্মচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে দক্ষিণ সুরমার মোমিনখলা এলাকার রেল লাইনে এ দুর্ঘটনা ঘটে। এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে পুলিশের ওসি আব্দুল কদ্দুস।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রেনে কাটা পড়ে মৃত ব্যক্তি নাম সুহেল আহমদ (৩০)। তিনি সিলেটে রেলওয়ে স্টেশনের ইঞ্জিনিয়ার সেকশনের কর্মচারী ছিলেন। পরিবার নিয়ে রেলওয়ে কোয়াটার থাকতেন।
মঙ্গলবার সকাল ১১টার দিকে সিলেট রেলওয়ে স্টেশনের অদূরে মোমিনখলা এলাকায় পাহাড়িকা এক্সপ্রেসের নিচে পড়ে তার মৃত্যু হয়। পরে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।