ভারতে অনুপ্রবেশকালে সীমান্তে ৪ নারী আটক
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৪, ৯:১৭:০৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকালে সিলেট সীমান্ত থেকে ৪ বাংলাদেশি নারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী মায়াবী ঝর্ণা এলাকা থেকে তাদের আটক করে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি।
আটককৃতরা হলেন- নরসিংদী জেলার পলাশ থানার খানেপুর গ্রামের মৃত মুনসুর আলীর মেয়ে মোছা. রুবিনা আক্তার (৩৭), ঢাকা জেলার নবাবগঞ্জ থানার সূর্যখালী গ্রামের দেলোয়ারের মেয়ে মোছা. লাবনী আক্তার (৩৪), চাঁদপুর জেলার মতলব উত্তর থানার সুজাতপুর গ্রামের মৃত বাচ্চু মিয়ার মেয়ে মরিয়ম বেগম (৩১) এবং ঢাকা জেলার রামপুরা থানার উত্তর রামপুরা গ্রামের রমিজুল ইসলামের মেয়ে মোছা. রুমি আক্তার (২৬)।
বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধীন প্রতাপপুর বিওপির ১২৭২/২ সীমান্ত পিলার সংলগ্ন এলাকা দিয়ে মানবপাচারকারীদের সহায়তায় ৪ বাংলাদেশি নারী অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারত অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। এসময় স্থানীয় জনতা তাদের আটক করে বিজিবির টহল দলের কাছে হস্তান্তর করে।
এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান। তিনি জানান, আটককৃত বাংলাদেশি নাগরিকদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় মামলা দায়েরপূর্বক গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।