কুমারপাড়া থেকে ৫ জুয়াড়ি আটক
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৪, ৯:২৭:৩৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর কুমারপাড়া এলাকা থেকে ৫ জুয়াড়িকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার রাত সাড়ে ১১টার দিকে কোতোয়ালী থানার কুমারপাড়ার কুয়ারপাড় পয়েন্টের একটি দোকানে অভিযানে চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা বিভাগের একটি টিম সোমবার রাতে কুয়ারপাড় পয়েন্টের একটি দোকানে অভিযান চালিয়ে জুয়া খেলার সামগ্রীসহ ৫ জুয়াড়িকে আটক আটক করা।
আটককৃতরা হলেন, মো. জিসান আহমেদ (২০), মো. বাবর আলী (৩২), ইমন আহমেদ (২০), মো: দেলোয়ার হোসেন (৩০) ও কৃতিশ দে (৫৫)।
এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃতদের আইনীব্যবস্থা গ্রহণ করে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।