জগন্নাথপুরে বৃদ্ধ নিহতের ঘটনায় গ্রেফতার ৪
প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২৪, ৫:৫১:১১ অপরাহ্ন
জগন্নাথপুর থেকে সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ফৌজদারী অপরাধে জড়িত ৪ জনকে মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের বাগময়না তাজপুর গ্রামের মৃত আবুল বশরের ছেলে জামিল মিয়া (২২), মৃত আবুল হোসেনের ছেলে রিপন মিয়া (৪০), মৃত আব্দুল মোনাফের ছেলে আনসার মিয়া (৭০) ও আব্দুল আহাদের ছেলে শাহ আলম (১৯)।
প্রসঙ্গত, মসজিদ কমিটি গঠন ও ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাগময়না তাজপুর গ্রামের আব্দুল কাছ ও একই গ্রামের সুজাত আলীর লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। পূর্ব বিরোধের জের ধরে মঙ্গলবার বিকেল ৩টায় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে বাগময়না তাজপুর গ্রামের মৃত আমান উল্লাহর ছেলে সুজাত আলী (৮০) আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে নেওয়ার পথে নিহত হন। আহত হন অন্তত আরও ২০ জন।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ জানান, সংঘর্ষের ঘটনায় ৫৪ ধারায় ৪ জনকে গ্রেফতার করে বুধবার সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে। এই ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।