নৈতিকতাসম্পন্ন ব্যক্তি গঠনে কুরআন অনুসরণের বিকল্প নেই : মাওলানা দিলাওয়ার
প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২৪, ৬:০৬:১৭ অপরাহ্ন
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, ইসলাম মানবতার কথা বলে ও দিশেহারা মানুষের মুক্তি নিশ্চিত করে। কল্যাণমূলক কাজে অগ্রাধিকার দিয়ে থাকে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার সুপ্রতিষ্ঠিত রাখতে সুনির্দিষ্ট গাইডলাইন প্রদর্শন করে। প্রতিটি মানুষ নিজেকে নৈতিকতাসম্পন্ন ব্যক্তি হিসেবে গড়ে তুলতে চাইলে ধর্মীয় চর্চার বিকল্প নেই।
তিনি মঙ্গলবার রাতে সুনামগঞ্জ শহরের ষোলঘর পুরাতন জামে মসজিদ ও তাহফীজুল কুরআন হাফিজিয়া মাদরাসা আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলে সমাপনী অধিবেশনে তাফসীর পেশ করতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন।
মসজিদ ও মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট সাহারুল ইসলাম ও দ্বীনি সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আলীনূরের সভাপতিত্বে মাহফিলে তাফসীর পেশ করেন মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী (ঢাকা), মাওলানা তোফাজ্জুল হক আজিজ (সুনামগঞ্জ), মুফতি সালমান মাযহারী ও মাওলানা খালিদ সাইফুল্লাহ প্রমুখ।
মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার সূরা কাহাফের ৪৬ নং আয়াতে কারীমার আলোকে তাফসীর উপস্থাপন করতে গিয়ে বলেন, আল্লাহ তা’য়ালা জানিয়ে দিয়েছেন যে, সম্পদ ও সন্তান-সন্ততি দুনিয়ার জীবনের সৌন্দর্য মাত্র। আর স্থায়ী সৎকাজ তোমার রবের নিকট প্রতিদানে উত্তম এবং প্রত্যাশাতেও উত্তম। বিজ্ঞপ্তি