কান্দিগাঁওয়ে বিএনপির মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২৪, ৬:৫৮:৩৮ অপরাহ্ন
সাম্য ও মানবিক সমাজ বিনির্মানের লক্ষ্যে সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাওঁ ইউনিয়নের ২নং ওয়ার্ডের সোনাতলা পূর্বপাড়ার বিএনপি পরিবারের মতবিনিময় সভা মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হয়েছে।সদর উপজেলা বিএনপির উপদেষ্টা আব্দুর রব কাঞ্চনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ।
সদর উপজেলা যুবদল নেতা নুর আহমেদ ও সদর উপজেলা ছাত্রদল নেতা ইমন আহমেদের এর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সদর উপজেলা বিএনপি নেতা ফয়সাল আহমেদ, সিলেট জেলা শ্রমিক দলের সহ-সভাপতি ফরিদ আহমেদ, সদর উপজেলা বিএনপি নেতা ইন্তাজ আলী, সদর উপজেলা বিএনপি নেতা নিজাম উদ্দিন, আব্দুর রহিম, সদর উপজেলা বিএনপির প্রশিক্ষণ সম্পাদক আব্দুস সালাম, সিলেট জেলা যুবদলের ১ম সাংগঠনিক সম্পাদক আলিউর রহমান আলী, সিলেট জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ রানা, সদর উপজেলা যুবদল নেতা আব্দুর রকিব, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আশিকুর রহমান আশিক ও সদর উপজেলা যুবদলের সদস্য সিদ্দিকুর রহমান রুহেল। বিজ্ঞপ্তি